গৌরীপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত-১

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার রামগোপাপুর বাস¯ট্যান্ডে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে রহমান খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। (২৫ ফেব্রুয়ারি )মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সার যাত্রী গৌরীপুর উপজেলার তেরশিরা গ্রামের বাসিন্দা। স্থানীয় রিপন মিয়া ও মামুন জানান,ময়মনসিংহ থেকে আসা ট্রাকটি রামগোপালপুর বাস¯ট্যান্ডে রাস্তার পিচের উপর পিচ্ছিল মাটি থাকায় ব্রেকফেল করে।

এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিক্সার সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী রহমান খান মারা যান এবং অটোরিক্সা চালকসহ অন্য যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।