ঐতিহাসিক উন্নয়ন দলিল অনুমোদন করলেন প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার : প্রবৃদ্ধি বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনকে গুরুত্ব দিয়ে দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। উন্নত দেশে যেতে ২০ বছর মেয়াদী এ পরিকল্পনটি তৈরি করেছে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এতে ২০৪১ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে নয় দশমিক নয় শতাংশ ও চরম দারিদ্র্য ধরা হয়েছে ০ দশমিক ৭ শতাংশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া এ অনুযায়ী, মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে দাঁড়াবে ৮০ বছরে। এক্ষেত্রে ২০১৮ সালের হিসেবে গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর থেকে ২০৩১ সালে বেড়ে হবে ৭৫ বছর। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ঐতিহাসিক উন্নয়ন দলিলের খসড়া অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে আমরা আরও কিছু বিষয় যোগ করব। এ জন্য এক মাস কিছু কাজ করব। ঐতিহাসিক এই দলিল বাস্তবায়নে দেশ কল্যাণমূলক উন্নত হবে। Share this:FacebookX Related posts: করোনায় অর্থনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের সাগর তীরে উঁচু স্থাপনা নির্মাণ করা যাবে না : প্রধানমন্ত্রী বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি এবার কোরবানির পশু আসবে ট্রেনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: অনুমোদন করলেনউন্নয়ন দলিলঐতিহাসিকপ্রধানমন্ত্রী