হালুয়াঘাটে শিশুপুত্র অপহরণ মামলার আসামি সেই পিতার থানায় আত্মসমর্পণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ হালুয়াঘাটে শিশুপুত্র অপহরণ মামলার আসামি সেই পিতার থানায় আত্মসমর্পণ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক পাঁচ বছরের শিশুপুত্রকে অপহরণ করে মায়ের নিকট পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি শিশুটির মা শরিফা খাতুন বাদী হয়ে স্বামী নূর মোহাম্মদ রিপনের নামে একমাত্র পুত্র সন্তানকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। তার ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নূর মোহাম্মদ তার স্বজনদের সাথে নিয়ে আইনের প্রতি সন্মান প্রর্দশন করে হালুয়াঘাট থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় নূর মোহাম্মদ ও তার স্বজনরা সাংবাদিকদের জানায়, শিশুপুত্রকে সে অপহরণ করেন নি। তার স্ত্রী শরিফা খাতুন অপহরণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছেন। মুক্তিপণ দাবীর বিষয়ে তারা বলেন, স্ত্রীর নিকট সে পঞ্চাশ হাজার টাকা পায়। তাই টাকা পরিশোধ না করার জন্য এই মামলা দায়ের করেছেন। উভয়ের ভূলবুঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে বলে জানায়। এ বিষয়ে শরিফা খাতুন এ প্রতিবেদককে বলেন, যে ঘটনা ঘটিয়েছে সেজন্য তার স্বামী কিছুদিন শাস্তি ভোগের পর স্বজনদের সাথে আলোচনা করে নূর মোহাম্মদের সাথে জীবন সংসার করবেন কিনা চিন্তা করবেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্ত্রীর দায়ের করা অপহরণ মামলায় আইনের প্রতি সন্মান প্রর্দশন করে নূর মোহাম্মদ রিপন রবিবার সকালে তার নিকট আতœীয়দের সাথে নিয়ে থানায় আতœসমর্পণ করেছেন। পরে উক্ত আসামিকে বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান। উল্লেখ যে, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে হালুয়াঘাট উপজেলার ঠেংগাবর নামক স্থানে ইসলামী সভা শুনার কথা বলে ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামের ফজলুল করিমের পুত্র নূর মোহাম্মদ রিপন (৩০) নিজ বাড়ি থেকে সৎ পুত্র শরিফুল ইসলাম জুনাইদ (৫) কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি শিশুটির মা শরিফা খাতুন বাদী হয়ে স্বামী নূর মোহাম্মদ রিপনের নামে অপহরণের অভিযোগে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। তার ধারাবাহিকতায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ পরির্দশক (তদন্ত) অবু বক্কর ছিদ্দিক,উপ-পুলিশ পরির্দশক শামছুদ্দোহাসহঙ্গীয় ফোর্স নিয়ে মামলা দায়েরের চার দিনের মাথায় ১৪ ফেব্রুয়ারি সকালে তথ্যপ্রযোক্তি ব্যবহারের মাধ্যমে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগীতায় শিশুটিকে উদ্বার করেন। পাশাপাশি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহরপাচুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সালাম (৪০) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) কে আটক করেন। গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা কাবিন মূলে ইসলামী শরিয়ত মোতাবেক তাদের নিকাহ সম্পন্ন হয়। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হালুয়াঘাটে শিক্ষার্থী পিটানো সেই শিক্ষিকার বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা- শফিউল হক হালুয়াঘাটে পুলিশ কর্মকর্তা কর্তৃক শহীদ পরিবারে সদস্যকে মারধরের অভিযোগ হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন স্কাউট সদস্যরা হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ হালুয়াঘাটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ২৭ লক্ষ টাকা বিতরণ হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: থানায় আত্মসমর্পণমামলার আসামিশিশুপুত্র অপহরণসেই পিতারহালুয়াঘাটে