প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নির্যাতন রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা অভিযোগ বক্স প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে। সেইসঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়। সমন্বয় সভা সূত্র জানায়, সভায় বলা হয়- সব প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে। এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দেশের বিভিন্ন জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১৫ নবীনগরে বাসচাপায় মা-মেয়েসহ নিহত-৩ রাজধানীতে বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ আগুন ধলেশ্বরী নদীর বাধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ১ ডাকাত গ্রেপ্তার মির্জাপুরে ৫ গুণীজন ও এক শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা সেতু আছে, সড়ক নেই ফরিদপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি ফরিদপুরে ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৫, শতাধিক বাড়িঘরে হামলা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অভিযোগ বক্সখুলতে হবেপ্রতি সপ্তাহেপ্রাথমিক বিদ্যালয়ের