করোনাভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা, মোট ২৩৬০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজ। শুক্রবার চীনে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৯ জন। ফলে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জন। এর আগে বৃহস্পতিবারও দেশটিতে করোনাভাইরাসে শতাধিক মানুষ মারা গেছেন। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন। শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার মৃতদের মধ্যে ১০৬ জনই করোনাভাইরাসের উৎস হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২ হাজার ২৫০ জন। করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা বেশিরভাগই চীনে হলেও গত এক সপ্তাহ ধরে অন্যান্য দেশেও এর সংখ্যা বাড়ছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ইরানে চারজন, জাপানে তিনজন, হংকং-দক্ষিণ কোরিয়ায় দু’জন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছেন। শুক্রবার চীনে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। আর বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার আরও ২ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে দেশটিতে রোগমুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৬৫৯ জন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তদের সর্বাত্মক সেবা দেয়া হচ্ছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল অবস্থায় থাকায় ভয়ের কারণ নেই। এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। সিএনএন। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়েছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে সংখ্যা বেড়ে ২১২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬২ করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু ফ্রান্সে করোনাভাইরাসে ১৬-বছরের বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনাভাইরাসে মৃতদের জন্য চীনে নীরবতা পালন করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাভাইরাসেমৃতের সংখ্যা মোট ২৩৬০শ’য়ে শ’য়ে বাড়ছে