চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিরল প্রজাতির হরিণ উদ্ধার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ভারত থেকে ভেসে আসা বিরল প্রজাতির হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে জেলার শিবগঞ্জের মাসুদপুর বিওপির অধীনস্থ এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় কৃষকরা নদীর পাড়ে গেলে সে সময় বাংলাদেশের সীমানায় একটি নদীতে ভাসমান একটি হরিণ দেখতে পায়। পরে স্থানীয় কৃষকরা ও মনাকষা ইউপি ৮নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিনের নেতৃত্ব কারিম, সারওয়ার, মানারুল, জোহরুল, মকিমসহ আরো অনেকে হরিনটিকে তীরে আনতে সক্ষম হয়।

পরে আটককৃত হরিণটিকে মাসুদপুর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে। তবে এব্যাপারে এই নিউজ লেখা পর্যন্ত বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।