গৌরীপুর মুজিববর্ষে পাকা ঘর পাচ্ছেন ১৮ দুস্থ ও দরিদ্র পরিবার

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্যোগ সহনীয় পাকা ঘর পাচ্ছেন স্থানীয় ১৮ দুস্থ ও দরিদ্র পরিবার। এ লক্ষে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৭ মার্চের আগেই এ ঘরগুলো তালিকাভুক্ত দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু এ বিষয়ে নিশ্চিত করে জানান, মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও (কাবিটা) কর্মসূচীর বরাদ্দে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এ উপজেলায় ১৮টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রত্যেকটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা। ১৭ মার্চের আগে এ ঘরগুলো তালিকাভুক্ত দুস্থ ও দরিদ্র লোকজনের মাঝে হস্তান্তর করা হবে জানান এ কর্মকর্তা।

তিনি আরো বলেন, বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে এ উপজেলার অচিন্তপুর ইউনিয়নে নাজিরপুর গ্রামে দিন মজুর ছিদ্দিক মিয়ার (৬০) বাড়িতে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের যৌথভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।