গার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ স্টাফ রিপোর্টার : দেশের সকল গার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিবকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের ওপর সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর শিশু কক্ষ সংক্রান্ত ৯৪ (৭) ধারায় বলা হয়েছে, ‘উক্তরূপ কোনো কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে, এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন, তখন তাহার ব্যবহারের জন্য অন্তত একটি চেয়ার বা এই প্রকারের কোনো আসন থাকিতে হইবে, এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে।’ আইনজীবী ইশরাত হাসান জানান, ২০০৬ সালে এর জন্য আইন করা হয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমাদের আবেদনের প্রেক্ষিতে গার্মেন্টসসহ দেশের সকল কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ পালন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ৯ মাস বয়সী এক শিশু ও তার মায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ অক্টোবর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দর, বাস ও রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দর, বাস ও রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমলে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে একটি প্রস্তাবনা তৈরি করতে মহিলা ও শিশু বিষয়ক সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আইনজীবী ইশরাত হাসান আরও জানান, মায়েরা দুধ পান করা শিশুদের নিয়ে জনসমাগমস্থলে প্রায়ই বিড়ম্বনায় পড়েন। তাই এমন পরিবেশে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে, যেখানে কোনো মা সন্তানকে বুকের দুধ পান করাতে যেন কোনো অস্বস্তি বোধ না করেন। এ কারণে রিট করা হয়েছে। এই রিটের শুনানি নিয়ে গার্মেন্টসসহ দেশের সকল কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ পালন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নাজমুল রিমান্ডে মিজান-বাছিরের বিচার শুরু ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, বুধবার মুক্তি পেতে পারেন খালেদা রায়হান কবিরের ১৩ দিনের রিমান্ড বাতিল আবেদন আপিলেও বহাল ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী পুলিশের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শিশুপুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি SHARES Matched Content আইন আদালত বিষয়: কারখানায়গার্মেন্টসব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশশিল্প