ধোবাউড়ায় পাট অধিদপ্তরের দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া প্রতিনিধি ; উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে পাটচাষীদের অংশগ্রহনে দিন ব্যাপী প্রশিক্ষণ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন। প্রশিক্ষণ প্রদান করেন, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল মাজেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ, মুখ্য পরিদর্শক এটিএম আলমগীর প্রমুখ। প্রশিক্ষণ শেষে পাটের তৈরী ব্যাগ, প্রশিক্ষণ সামগ্রী ও ভাতা বিতরণ করা হয়।