নওগাঁয় শাজাহান খান এমপির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ নওগাঁ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ী কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ এর আয়োজনের মঙ্গলবার শহরের টিএন্ডটি অফিস সংলগ্ন প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নিজ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিলন হোসেন ও ইসরাইল আলী, সহ-সাধারন সম্পাদক আব্দুল গফুর দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ কাজল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক দিপু প্রামানিক, শ্রম ও কল্যান সম্পাদক আছির উদ্দীন, কার্যকরী সদস্য সবুজ হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতারা। এছাড়া জেলার সকল শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানীর মতো মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে দেশ অচল করার হুমকি প্রদান করা হয়। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার নওগাঁয় রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নওগাঁয় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: এমপির বিরুদ্ধেনওগাঁয়মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভশাজাহান খান