জানাযার নামাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আত্মীয়ের জানাযার নামাজে অংশগ্রহন করতে যাওয়ার পথে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে বাহাদুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষক মৃত্যু বরন করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী গৌরীপুর পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় উল্লেখিত স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মটর সাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক। স্থানীয় লোকজন তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের আত্মীয় রুবেল মিয়া (২৫) জানান, মোজাম্মেল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামে একটি এবতেদায়ী মাদ্রসায় চাকুরী করতেন। তিনি বলেন, ঘটনার দিন সকালে মোজাম্মেল হক তার বড় মায়ের জানাযার নামাযে অংশগ্রহন করতে মটর সাইকেলযোগে মাদ্রাসা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এসময় গৌরীপুর উপজেলার বাগাদুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের এবিষয়ে নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত-২ ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরীপুরে জিসি রাস্তা রক্ষনাবেক্ষন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ধোবাউড়ায় ইউরিয়া সারসহ ট্রাক আটক নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫ গৌরীপুরে অসহায়দের পাশে সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান SHARES Matched Content দেশের খবর বিষয়: জানাযারনামাজে যাওয়ার সময়প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকেরসড়ক দুর্ঘটনায়