বিরামপুরে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দু’জন যুবক’কে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান (ভগবতিপুর) গ্রামের রফিক উল্লাহ’র ছেলে মনোয়ার হোসেন (২৯) ও পার্শবর্তী হাকিমপুর (হিলি) উপজেলার বড় আলীহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগর আলী (২৮)।
বিরামপুর থানার এসআই শাহিন তালুকদার জানান, শনিবার যাত্রী বেশে দু’জন যুবক একটি অটো চার্জার ভ্যানে ভারতীয় ফেনসিডিল বহন করছে এমন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ভেলারপাড় নামক স্থানে কেটরা হতে আসার পথে অটো চার্জার ভ্যানটি দাঁড় করিয়ে তল্লাশি পৃর্বক ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সাগর আলী ও মনোয়ার হোসেন’কে আটক করা হয়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যাবসা ও সেবন র্নিমুল না হওয়া পর্যন্ত নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, রবিবার দুপুরে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক দিনাজপুর কোর্টে প্রেরন করা হয়েছে।