গৌরীপুরের সাবেক শিক্ষক হাফিজুর রহমান আর নেই

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

কমল সরকার, গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাফিজুর রহমান (৬৪) আর নেই। তিনি রবিবার (১৬ফেব্রুয়ারি)সকাল ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরন করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জনাযার নামাজ ওইদিন বাদ মাগরিব লংকাখোলা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

সাবেক শিক্ষক এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।, তার মৃত্যুতে লংখাকোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান খাঁন কামাল সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে তার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।