রাঙ্গামাটি সরকারি কলেজে বসন্ত বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি সরকারি কলেজে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ও নানা সাজে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় পিঠা-পুলির উৎসব।

বসন্তের আগমনী বার্তায় এই উৎসব উদযাপন করতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। এর পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতে নেচে, গেয়ে, কবিতা আবৃত্তি করে আনন্দ ভাগাভাগি করে নেয় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যাপক প্রফেসর মঈন উদ্দীন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান মো. মহিউদ্দিন, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।