বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩২ কেন নয় : হাইকোর্ট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা-২০১৪ এর ১৪ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর কেন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। এর আগে, গত ২৫ জানুয়ারি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা-২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর চাওয়া হয়। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা-২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই বিধিতে বলা আছে, যারা সাধারণ বিসিএস ক্যাডারে পরীক্ষা দেবে, তারা ৩০ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে।’ অথচ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। শুধু তাই নয় ১৪ উপবিধিতে বলা আছে, শিক্ষা ক্যাডারেও ৩২ বছর পর্যন্ত পরীক্ষার সুযোগ পাবে। আইনজীবী বলেন, ‘জুডিশিয়াল সার্ভিসে ৩২ বছর পর্যন্ত সুযোগ পাচ্ছেন। অথচ সাধারণ বিসিএসে অংশগ্রহণকারীরা ৩০ বছর পর্যন্ত সুযোগ পাবেন। এটা সাংঘর্ষিক। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেন সকলের সমান অধিকার নিশ্চিত হয় রিটে আমরা তা চেয়েছি।’ ৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদার সহ পাঁচ শিক্ষার্থী রিটটি দায়ের করেন। Share this:FacebookX Related posts: বনাঞ্চলে শিপইয়ার্ড স্থাপন অবৈধ, হাইকোর্টের রায় পিলখানা ট্র্যাজেডি : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সরকারি কর্মকর্তাদের ১৫০ দিনের বেশি ওএসডি নয় : হাইকোর্ট সুদহার ৯ শতাংশ নির্ধারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট কুড়িগ্রামের সাংবাদিককে সাজা: ৫ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট মিরপুরে ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন উত্তরায় নকল এন-৯৫ মাস্কের সন্ধান বিনামূল্যে করোনা পরীক্ষা চেয়ে লিগ্যাল নোটিশ ‘সীমিত পরিসরে খুলবে সরকারি অফিস-আদালত’ গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে হাইকোর্টের অভিমত ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে SHARES Matched Content আইন আদালত বিষয়: বয়সসীমা ৩২ কেন নয়বিসিএসে প্রবেশেরহাইকোর্ট