সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর মৃত্যুতে শোক রাষ্ট্রপতির

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক এমপি এডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী আজ সকালে নগরীর এক হাসপাতালে মারা যান।তার বয়স হয়েছিল ৭৬ বছর ।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।