পিডিবি’র নতুন চেয়ারম্যান বেলায়েত হোসেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৭তম চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। সম্প্রতি পিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ ম কামরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি পূর্ববর্তী চেয়ারম্যান (অতি. দায়িত্ব) মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে নিয়োগের পূর্বে তিনি বিউবোর সদস্য উৎপাদন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মো. বেলায়েত হোসেন ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে (যন্ত্র কৌশল) প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৮৪ সালের ২৮ অক্টোবর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ঘোড়াশাল তৃতীয় ও চতুর্থ ইউনিট সম্প্রসারণ প্রকল্প, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, টঙ্গী ৮০ মে.ও. গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানি গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে এবং প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও নকশা (পিঅ্যান্ডডি) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুবাই ইলেকট্রিক অথরিটির অধীনে গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রে লিয়েনে দায়িত্ব পালন করেছেন। Share this:FacebookX Related posts: ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ইসমাইল জবিউল্লাহ আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: নতুন চেয়ারম্যানপিডিবি’রবেলায়েত হোসেন