সেরা প্রতিবেদকদের পুরষ্কৃত করলো রাবি রিপোর্টার্স ইউনিটি

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

রাবি প্রতিনিধি ; রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) পক্ষ থেকে মাস সেরা প্রতিবেদক পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে রাকসু ভবনে সংগঠনটির নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ডেইলি ইভেন্ট কভার এবং সাংগঠনিক সক্রিয়তা ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন দৈনিক বার্তা’র আশিক ইসলাম ও রাজশাহী সংবাদ’র শাহিনুর খালিদ। অপরদিকে উদীয়মান সাংবাদিক ক্যাটাগরিতে অমৃতবাজার পত্রিকা’র মিনহাজ আবেদীন ও দেশ সংবাদ’র তানভীর আহুেমদ পুরষ্কার পেয়েছেন। পুরষ্কার তুলে দেন যমুনা টিভির রাজশাহী ব্যুরো শিবলী নোমান, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রাহমান ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদসহ সাবেক সিনিয়র সদস্যরা।

এর আগে, সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে পিকনিক আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে আরো ছিলো ম্যাজিক বক্স, বালিশ পাচার ও টিপ পড়ানো খেলা। এসময় বিভিন্ন বিভাগের ও বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।