নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক, আটক ২

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

নিউজ ডেস্ক : চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা ও অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-২জানান, চলচ্চিত্র শিল্পের নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং এ ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।