কর্ণফুলিতে নৌকাডুবি: নিখোঁজ যাত্রীদের সন্ধানে চলছে অভিযান

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

অনলাইন ডেস্ক ; কর্ণফুলি নদীতে পর্যটকবাহী একটি নৌকাডুবির একদিন পর নিখোঁজ এক নারী ও তার ছেলের সন্ধানে শনিবার থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
কাপ্তাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ জানান, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনী সকাল থেকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা রাজীব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার (৩০) ও তার ছেলে বিনয়ের (৫) খোঁজে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়রাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন বলে জানিয়েছেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী।

এর আগে শুক্রবার নৌকাডুবির পর দেবলীলা (১০) নামে একজনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে ৫৩ জন পর্যটকবাহী নৌকাটি কর্ণফুলি নদীতে ডুবে যায়।