ভালোবাসা দিবস বরণে গৌরীপুরে ব্যাপক উৎসব

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিশ^ ভালোবাসা দিবস আর ফাগ্লুন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি/২০২০) ক্লাব ৯৭ গৌরীপুরথর উদ্যোগে ‘বন্ধুত্বের ভালোবাসা-অকৃত্রিম বন্ধনথ শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক উৎসব শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর প্রতিনিধি ও ক্লাবথ৯৭থর সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন। ভালোবাসা দিবসের মাপকাঠি নিয়ে অনুষ্ঠিত হয ১৬জুটির প্রিয়তা অনুষ্ঠান। এছাড়াও জুটির সংগীত পরিবেশন, নাচ ও শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোস্তফা কামাল, মোঃ সালেহ উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, প্রিয়া কুন্ড রায়, হোমায়রা শাহরিন তুলি, রেজওয়ানা ইসলাম তিশা, সোমা ঘোষ, চম্পা আক্তার, হোমাইয়া সাদেক কেয়া, জান্নাত ফারিয়া, মর্জিনা আক্তার।

জুটিপর্বে বিজয়ী হন রফিকুল ইসলাম মঞ্জু, মিতুল, সুমনা সফিনাজ লাবণী, ফারিয়া জামান অমি, মোঃ রইছ উদ্দিন, রেহানা কামাল, টুটুল, শ্যামল ঘোষ, সুশান্ত সাহা প্রেমু, মুহাম্মদ মুরাদ হোসেন, অর্জুন মোদক, রতন। নৃত্যে বিজয়ী হুমায়ুন কবীর, মাহমুদা আক্তার লিপি, ফারুকুল ইসলাম। সংগীত পরিবেশনে রেহেনা আক্তার, রফিকুল ইসলাম মঞ্জু, সুমনা সফিনাজ লাবনী, রেহেনা পারভীন, রাহিমা আক্তার।