রাবিতে প্রেম বঞ্চিত সংঘ- চিরকুমার সভার পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

রাবি প্রতিনিধি : ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসবে যখন মেতেছে সারাদেশ। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে যখন ব্যস্ত সারাবিশ্ব। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ ও চিরকুমার সভা।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের আমতলা থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময় শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে চিরকুমার সংঘের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে শতাধিক শিক্ষার্থী। দুটি মিছিলই বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। তুমি কে আমি কে, বঞ্চিত, বঞ্চিত।’- প্রভৃতি শ্লোগান তোলেন। অপরদিকে চিরকুমার সভার বিক্ষোভকারীদের প্রতিপাদ্য ছিল, ‘প্রলোভন দেখাবেন না, আমরা চিরকুমার।’

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, অর্থবিত্ত বা সুন্দরের মোহে নয়, প্রেম হবে আত্মিক ও স্বর্গীয়। প্রেমের বন্টন হবে সুষ্ঠু, হবে শ্বাশ্বত।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মনির ম-ল বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারী প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে আমরা সেটার প্রতিবাদ জানাই।

সমাবেশ ছাড়াও দিনব্যাপী কবিতা উৎসব, গণস্বাক্ষর, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।