পটিয়ায় জাপা’র ১৭ ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন কমিটি গঠনের উদ্যেগ

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি : পটিয়া উপজেলা জাতীয় পার্টি’র নবগঠিত আহবায়ক কমিটি’র মতবিনিময় সভায় গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। এতে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাস্টার।
পটিয়া উপজেলার জাপার আহবায়ক মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন,কর্ণফুলী জাপার সভাপতি আবদুর সত্তার রনি। জাপা’র নেতা খোরশেদ আলম ও রাজীব চৌধুরী রাজু’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপার যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, সাবেক কমিশনার নুরুল ইসলাম, আলী আকবর চেয়ারম্যান, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রিয়তোষ চৌধূরী, মাহাবুবুল আলম বাশি, সেলিম চৌধূরী, মোস্তাক আহমদ, মো: ফরিদ চৌধূরী, মাহবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা রমজান মুন্সি, মনির আহমদ চেয়ারম্যান, নাজিম উদ্দিন মজুমদার, দুলা মিয়া চৌধুরী মেম্বার, রজিত ভট্টচার্য্য কালু, আবু সওদাগর,ইয়াছিন খান, মো: জাফর, জামাল, তাপস, মোরশেদ, ফৈয়জুল কবির, আমিনুর ইসলাম ফারুকী, মুন্না, হাসান।

সভা শেষে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং আগামী ১ মাসের মধ্যে ১৭ ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলেন নেতৃবৃন্দরা জানান।

প্রধান অতিথি’র বক্তব্যে দক্ষিণ জেলা’র আহবায়ক শামসুল আলম মাস্টার বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে তূণমূল পযার্য়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। এরশাদ দেশে যে টুকু উন্নয়ন করছে বিগত দুইটি সরকার সেই উন্নয়ন করতে পারেনি। তাই আগামীতে যেকোন নিবার্চনে জাতীয় পার্টির প্রাথীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।