বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস্: চ্যাম্পিয়ন যবিপ্রবি রানারআপ রাবি

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে ৬৬ পয়েন্ট পেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) চ্যাম্পিয়ন এবং ৫৩ পয়েন্ট পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রানার আপ হয়। মহিলা গ্রুপে ৪৫ পয়েন্ট পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চ্যাম্পিয়ন ও ২৭ পয়েন্ট পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ১ম রানার আপ এবং ২১ পয়েন্ট পেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ২য় রানার আপ হয়।

প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান দ্রুততম মানব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিরিন আক্তার দ্রুততম মানবী হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া।

এসময় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকীব মন্টু, জনসংযোগ দপ্তরের অধ্যাপক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষগণ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, অনুষ্ঠান পরিচালনা বিষয়ক বিভিন্ন সাব কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের টিম ম্যানেজার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয় দুই শতাধিক করে খেলোয়াড় অংশগ্রহণ করে।