ধোবাউড়া পোড়াকান্দুলিয়া পাকা সড়কের সরকারী গাছ কাটার হিরিক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

কামরুল হাসান রবি,ধোবাউড়া প্রতিনিধি ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পোড়াকান্দুলিয়া পাকা সড়কের দু-পাশে সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, পোড়াকান্দুলিয়া সড়কের দুধনই বাজারের দক্ষিন পাশে জামতলা এলাকায় সড়কের দু-পাশে থেকে প্রায় ৪০ টি জাম, একাশি, মেহগুনিসহ নানা জাতের গাছ কর্তন করার উদ্যেশ্যে ডালপালা ছাঁটাই করা হয়েছে। গাছ কাটা শ্রমিক আব্দুল আলী জানায়,গোপিনপুর গ্রামের হাছু মিয়ার ছেলে সেকু(২৫), হাকিম(৩০) একই গ্রামের রাশিদ(৪৫) এসব গাছ তাদেরকে দিয়ে কাটাচ্ছে। সেকু, হাকিম ও রাশিদের কাছে জানতে চাইলে তারা জানায়, সড়কের পাশের গাছ আমরা লাগিয়েছি, তাই কাটতেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানকে জানানো হলে, তিনি জানান, সরকারী রাস্তার পাশে যে কেউ গাছ লাগালে সে সরকারের অনুমতি ছাড়া কাটতে পারবে না । তিনি আরও বলেন গাছ কাটা বন্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।