ধোবাউড়া পোড়াকান্দুলিয়া পাকা সড়কের সরকারী গাছ কাটার হিরিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০ কামরুল হাসান রবি,ধোবাউড়া প্রতিনিধি ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পোড়াকান্দুলিয়া পাকা সড়কের দু-পাশে সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পোড়াকান্দুলিয়া সড়কের দুধনই বাজারের দক্ষিন পাশে জামতলা এলাকায় সড়কের দু-পাশে থেকে প্রায় ৪০ টি জাম, একাশি, মেহগুনিসহ নানা জাতের গাছ কর্তন করার উদ্যেশ্যে ডালপালা ছাঁটাই করা হয়েছে। গাছ কাটা শ্রমিক আব্দুল আলী জানায়,গোপিনপুর গ্রামের হাছু মিয়ার ছেলে সেকু(২৫), হাকিম(৩০) একই গ্রামের রাশিদ(৪৫) এসব গাছ তাদেরকে দিয়ে কাটাচ্ছে। সেকু, হাকিম ও রাশিদের কাছে জানতে চাইলে তারা জানায়, সড়কের পাশের গাছ আমরা লাগিয়েছি, তাই কাটতেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানকে জানানো হলে, তিনি জানান, সরকারী রাস্তার পাশে যে কেউ গাছ লাগালে সে সরকারের অনুমতি ছাড়া কাটতে পারবে না । তিনি আরও বলেন গাছ কাটা বন্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় তদারকি না থাকায় মহিলা মার্কেট এখন পুরুষদের দখলে ধোবাউড়ায় সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১ ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত ধোবাউড়ায় আড়াই কোটি টাকা ব্যায়ে খাল খননে অনিয়মের অভিযোগ ধোবাউড়া উপজেলাকে মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত করার ঘোষনা ধোবাউড়াকে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা ধোবাউড়া প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ধোবাউড়া প্রেসক্লাবে সাংবাদিকদের পিপিই বিতরণ ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যু ধোবাউড়া প্রেসক্লাবে মরহুম সিরাজুল ইসলাম স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত ধোবাউড়া সরকারী ডিগ্রী কলেজের অনলাইন ক্লাস উদ্ভোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: ধোবাউড়াপাকা সড়কেরপোড়াকান্দুলিয়াসরকারী গাছ কাটার হিরিক