হালুয়াঘাটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাঁধাগ্রস্থ করতে অভিনব কৌশল

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : হালুয়াঘাটের পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাঁধাগ্রস্থ করতে অভিনব কৌশল অবলম্বন করেছেন একটি কুচক্রীমহল।
জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে এমন বক্তব্য নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকাসহ বিভিন্ন অনলাইন ও কিছু কিছু পত্রিকায় হালুয়াঘাটে সভাপতির বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্ধাজ্ঞাপন করে প্রতিষ্ঠানটির সভাপতি আবু সিদ্দিক মাষ্টার সাংবাদিকদের বলেন, পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার তিনি স্বপদে বহাল থাকার জন্য তার বিরোদ্ধে মিথ্যা তথ্য সাংবাদিকদের প্রদান করে অপপ্রচার চালিয়েছেন।

প্রকৃত ঘটনা হচ্ছে গত ২/৫/২০১৯ ইং তারিখ হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার দ্বায়িত্ব পালন করে আসছেন। ম্যানেজিং কমিটির সিদান্ত মোতাবেক পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়। তার ধারাবাহিকতায় ২০১৯ সনের ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উক্ত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আবেদন করার আহবান করা হয়। উভয় পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ারসহ ১৬ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। প্রতিষ্ঠানটির দুইটি গুরুত্বপূর্ণ্য পদ শুন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদানসহ প্রতিষ্ঠান পরিচালনা ব্যাহত হচ্ছে। কিন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার এসএসসি,এইচএসসি ও স্নাতক ডিগ্রী পাস পরিক্ষায় তিনটিতেই তৃতীয়স্থান লাভ করেছেন। ফলে স্বচ্ছনিয়োগ প্রক্রিয়া বাঁধাগ্রস্থ করতে নিজে প্রভাব খাটিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার শ্যামল মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সঠিক ভাবইে। এসএসসি,এইচএসসি ও স্নতক ডিগ্রী পাস পরিক্ষায় তিনটিতেই তৃতীয়স্থান লাভ করেছেন বলে স্বীকার করেন। সহকারী প্রধান শিক্ষক পদে তিনটিতে তৃতীয়স্থান থাকলেও আবেদন করা যায়। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে নির্বাচিত অভিবাবক প্রতিনিধি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান।

স্থানীয়রা শিঘ্রই পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।