নবীনগরে তুচ্ছ ঘটনায় পুত্রের হাতে পিতা খুন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

অনলাইন ডেস্ক ; তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরে উপজেলার নবীনগর সদরে পুত্রের হাতে নির্মমভাবে খুন হয়েছেন পিতা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিমপাড়ার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

সূত্র জানায়, আজ সকাল আনুমানিক সাড়ে ১০ মিনিটে পিতা-পুত্রের তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে মো. আমির হুসেন (৫৫) কে তার পুত্র মো. শুভ দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।

পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পুত্র পালিয়ে গেছে বলে সূত্র জানিয়েছেন।