বসন্তের আগমনে লাল রঙে সেজেছে শিমুল বাগান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০ রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বসন্ত এসেগেছে পহেলা ফাল্গুনে মধ্যে দিয়ে আর শীতের শেষে বিদায়ের বার্তা নিয়ে। বসন্ত মানেই নানা রঙের চোখ রাঙ্গানো বাহার। বসন্তের আগমনে প্রকৃতি সাঁজে অপরূপ সৌন্দর্যে।গাছে গাছে ফুটে গাঁদা,গোপাল,শিমুল ফুল মন খেড়ে নেয়ার মত তার নানা বাহার। ঠিক তেমনি সুনামগঞ্জের তাহিরপুরে মানিগাও গ্রাম-সংলগ্ন জাদুকাটা নদীর তীর ঘেষা এক অপরূপ সৌন্দর্যের লীলা ভুমি প্রয়াত চেয়ারম্যান আলহাজ জয়নায় আবেদীনের রেখে যাওয়া শিমুল বাগান। যা প্রায় ১০০ বিঘা জমি জুড়ে ২০০২ সালে ২ হাজার ৪ শতক জমিতে সৌখিন বিলাসী প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীন এই বিশাল বাগানটি গড়ে তুলেন।যা দেখে পর্যটকরা আকৃষ্ট হন এই শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখে। আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারেন দেশের বৃহত্তর শিমুল বাগানে হয়ত আপনার মন ভালো হয়ে যেতে পারে একটু সময়ে। বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখ তাকালে চারদিকে শুধুই শিমুলের লাল রঙের ফুল দেখা যায়।শিমুলের ঝড়ে পড়া ফুল গুলো যেন পুড়ো ধুলো মাখানো মাটিকে লাল বর্ণে ধারন করে ফেলেছে। কেউবা এই ঝড়ে পড়া ফুলে দিয়ে নকশা একে ছবি তুলছেন প্রিয়জনকে নিয়ে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন এই লাল-রঙের মন রাঙ্গানো শিমুল বাগানে।বাগানের ফুল গুলো যেন ডানা মেলে পর্যটকদের পিছু ডাকছে। জাদুকাটা নদীর তীর আর ওপারের ভারতের মেঘালয় পাহাড় এক পাশে লাল রঙের বিশাল শিমুল বাগান দেখে মনে এখানে যেন প্রকৃতির মহা কাব্যগ্রন্ত। সিলেট থেকে আসা পর্যটকরা এক প্রতিবেদককে বলেন,আমরা শুধু এই শিমুল বাগানের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ,তবে বাস্তবে এসে দেখে মনে হচ্ছে দেশের কোথাও এত বড় লাল-রঙের বিশাল শিমুল বাগান আছে কিনা আমাদের মনে হয় না। এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে সময় পেলে আবারো আসার চেষ্টা করব। Share this:FacebookX Related posts: মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু চিরনিদ্রায় শায়িত হলেন কামরান ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: বসন্তের আগমনলাল রঙে সেজেছেশিমুল বাগান