গৌরীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে (১৩ ফেব্রুয়ারী) বুধবার প্রতি বছরের ন্যায় এবারো সানরাইজ কিন্ডার গার্ডেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক হাবিব উল্লাহ’র সঞ্চালনায়,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছাদেকের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু সাহিদ, আল ফারুখ, মাওহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম›জুরা আক্তার, সাজ্জাতুল ইসলাম লিটন, মাওহা উচ্চ বিদ্যালয় ও মাওহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক / শিক্ষিকা, মাওহা বাজার কমিটির সকল ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।