গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার রাত ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুরের অভিরামপুর এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহীবাস ও বাঁশ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারী মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মা রাহেলা বেওয়া (৭৫) ও মেয়ে শেফালী বেগম (৪৫)। স্থানীয়রা জানান, নিহত মা-মেয়ে গাড়ির যাত্রী ছিলেন না। তারা দুজনে কোমরপুর বাজার থেকে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাস ও ট্রাকের সংঘর্ষে হানিফ পরিবহনের নিচে চাপা পড়েন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। এ সময় ঢাকা হতে আসা বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পথচারী মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই মেয়ে শেফালী মারা যান। পরে গুরুতর আহত মা রাহেলা বেওয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এদিকে, দুর্ঘটনায় হানিফ পরিবহনের যাত্রীদের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস-ট্রাকের চালক পলাতক রয়েছেন। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে। Share this:FacebookX Related posts: গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের লালমনিরহাটে করোনা শনাক্ত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী অবশেষে রংপুর মেডিক্যাল মোড়ের অবৈধ বাসস্ট্যান্ডটি উচ্ছেদ হলো পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: গোবিন্দগঞ্জেবাস-ট্রাকের সংঘর্ষেমা-মেয়ে নিহত