জনগণ থেকে পুলিশ ভীতি দূর করতে হবে : আইজিপি

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগণের পুলিশ। প্রণিধানযোগ্য এ নির্দেশনানুযায়ী মুজিববর্ষকে সামনে রেখে সারা বর্ষ জুড়ে জনগণের সঙ্গে আরো মিথস্ক্রিয়ার মাধ্যমে পুলিশি ভীতি দূর করে জনগণ যাতে প্রত্যাশিত সেবাটি পেতে পারে সেজন্য পুলিশকে মানষিক ও নৈতিকভাবে গড়ে তোলা হচ্ছে।

সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনস্ এ নবনির্মিত আধুনিক অস্ত্রাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন।

দেশে জঙ্গীবাদ একেবারে নির্মূল না হলেও কার্যকরীভাবে নিয়ন্ত্রণ হয়েছে। যেকারণে বাংলাদেশের জঙ্গীবাদ বিরোধী কর্মকাণ্ড বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মাইনুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।