দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বোন নিহত, দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ভাইয়ে ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে বোন কলেজ ছাত্রী রুমা আক্তার রুবি শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিকভাবে মারা গেছেন। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রী রুমা আক্তার রুবির বাবা মোঃ ফজলুর রহমান বাদী হয়ে সোমবার তার দুই ছেলে রোকন ও ইদ্রিসের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পারিবারিক কলহের জের ধরে গত ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে কেন্দুয়া পৌর এলাকার ওয়াশেরপুর মহল্লার ফজলুর রহমানের দুই ছেলে রোকন ও ইদ্রিসের মধ্যে ঝগড়া বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার এক পর্যায়ে তারা একে অপরকে লাঠি দিয়ে আঘাতের চেষ্ঠা চালায়। এসময় রোকন ও ইদ্রিসের ছোট বোন কেন্দুয়া পারভিন সিরাজ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের অনিয়মিত ছাত্রী রুমা আক্তার রুবি দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে বেলা অনুমান ১ টাকার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওয়াহিদ জানান, রুবির মাথায় গুরতর আঘাত থাকায় আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ম্যাডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত শেষে ওই দিন সন্ধ্যায় নিজ বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকেই রোকন ও ইদ্রিস পলাতক রয়েছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া থামাতে গিয়ে বোন রুমা আক্তার রুবি মারা যাওয়ার ঘটনার অভিযোগে রুবির বাবা ফজলুর রহমান বাদী হয়ে দুই ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান মামলার তদন্ত ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে শিক্ষার্থীর মৃত্যু হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিক নিহত গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী বিধবা ভিক্ষুক মাতার পাশে ঢাবি ছাত্র লীগ নেতা সঞ্জিত চন্দ্র দাস হালুয়াঘাটের স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ’র ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত গাজীপুরে ৯৬০০ পিস ইয়াবা ও গাড়িসহ গ্রেপ্তার ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই ছেলের বিরুদ্ধেদুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বোন নিহতবাবার মামলা