ঈশ্বরগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর সদরে সড়ক ও জনপথের রাস্তার দুইপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সড়ক ও জনপথের জায়গায় চলাচলকে নির্বিঘ্ন রাখতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক, সার্ভেয়ার মো. কবীর হোসেন ও এস আই সজীব ঘোষ প্রমুখ ।