করোনা ভাইরাস নিয়ে রিপোর্ট করা সাংবাদিক নিখোঁজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস নিয়ে প্রথমদিকে যিনিই মুখ খুলেছেন, তিনিই সরকারের রোষানলের শিকার হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সাংবাদিক চেন কিউশি (৩৪)। উহানে প্রতিবেদক হিসেবে কর্মরত চেন এখন নিখোঁজ। সোমবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন চেন। এর আগে লি ওয়েনলিয়াং নামে ৩৪ বছর বয়সী এক চিকিৎসক উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটি যখন মাত্র ছড়িয়ে পড়তে শুরু করে, তখনই এ নিয়ে সতর্ক করার চেষ্টা করে পুলিশি হেনস্থার শিকার হয়েছিলেন লি। তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে চীনের জনগণ। সরকারের কড়া নিয়ন্ত্রণ ও নজরদারির বিরুদ্ধে ‘আমি বাক স্বাধীনতা চাই’ হ্যাশট্যাগে মুখরিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কিন্তু একদিনের মধ্যেই এ হ্যাশট্যাগ সেন্সর করে জবাব দেয় কর্তৃপক্ষ। চীনের উত্তর-পূর্বাঞ্চল থেকে নিখোঁজ হয়েছেন সাংবাদিক চেন। পরে তার পরিবার ও বন্ধুরা পুলিশের কাছ থেকে জানতে পারে, তাকে কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) তার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’তে ঝড় ওঠে। তার মুক্তির জন্য অনুরোধ জানাতে থাকে সবাই। উইবোর এক পোস্টে একজন লেখেন, ‘আশা করি সরকার চেন কিউশির সঙ্গে ন্যায্য আচরণ করবে।’ আরেকজন লিখেছেন, ‘দ্বিতীয় লি ওয়েনলিং সামলানোর সামর্থ্য আমাদের নেই।’ Share this:FacebookX Related posts: করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে – যতসব ষড়যন্ত্র তত্ত্ব জনসম্মুখে অবশ্যই মাস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়ালো ২০ লাখ কমপক্ষে ৭৩ জঙ্গিকে হত্যা করল মিসরের সেনাবাহিনী করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন ভ্যাকসিন বেচে এক বছরে ৩২০০ কোটি ডলার আয় করবে ফাইজার-মডার্না ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনা ভাইরাসরিপোর্ট করাসাংবাদিক নিখোঁজ