পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবানে সারা দেশ ব্যাপী বেতন স্কেল আপগ্রেডেশনসহ টেকনিক্যাল পদমার্যাদা আদায়ের লক্ষে হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং বর্জন এবং আগামী ২২ ফেব্রুয়ারী তারিখ হতে পূর্বের স্থগিত করা ইপিআই সহ সকল প্রকার কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম-বিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা।

১০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টা থেকে পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনার অফিসের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা এই বর্জন কর্মসুচী পালন করছে।

এসময় বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক খাজা ময়েনউদ্দীন আহম্মেদসহ স্বাস্থ্য সহকারীরা বক্তব্য রাখেন।