জঙ্গী, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ ব্যাপক প্রসংসিত হয়েছে : আইজিপি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : জঙ্গী, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ ব্যাপক প্রসংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী এসময় আরো বলেন, পুলিশ বাহিনী সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতার কারণে সর্বমহলে প্রশংসিত হয়েছে। শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় থাকায় মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়া পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।

শিল্প সেক্টরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আইজিপি আরো বলেন, পুলিশ সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই শিল্প পুলিশে জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে জানিয়ে শিঘ্রই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আইজিপি জাবেদ পাটোয়ারী শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।