বাগেরহাটে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে পুলিশের অভিযান শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; বাগেরহাট জেলার মহাসড়কে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ অযান্ত্রিক যানবাহন চলাচল ও হাইড্রোলিক হর্ণ বন্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শনিবার সকাল থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী, মেগনিশতলা, খানজাহান আলী মাজার মোড়, কাটাখালী মোড়, মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়, মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠি বাজারসহ কয়েকটি স্থানে জেলা পুলিশের উদ্যোগে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে অভিযান চলে। এসময় ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি আটক এবং বিআরটিসি, ঢাকাগামি পরিবহনসহ অনেকগুলো যাত্রিবাহি বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ণ খুলে জব্দ করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়াটার) মো. মীজানুর রহমানের নেতৃত্বে চলা এই অভিযানে পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশীদ, মো. আল ফারুক, মো. আশরাফুজ্জামান, পুলিশ সার্জেন্ট অনুপম ঘোষ, মেহেদী হাসান ইমান, খায়রুল আলম, টিএসআই আব্দুল মান্নানসহ জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। এর আগে জেলা তথ্য অফিসের সহায়তায় জেলার মহাসড়কগুলোতে সচেতনতামূলক মাইকিং করা হয়। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিরপাদ সড়ক নিশ্চিত করতে বাগেরহাট জেলার সকল মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে সড়ক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। Share this:FacebookX Related posts: বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বেধন বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত বাগেরহাটে করোনা প্রতিরোধে তৎপর সেনা সদস্যরা বাগেরহাটে শেখ হেলাল উদ্দীনের উদ্যোগে চালু হলো ‘ডক্টরস সেফটি চেম্বার’ বাগেরহাটে রাস্তার উপর কন্যা সন্তান প্রসব বাগেরহাটে বিড়ি শ্রমিকদের মানববন্ধন বাগেরহাটে ইসলামিক আর্মি ফোর্স সদস্য গ্রেপ্তার বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান বাগেরহাটে নতুন করে আরো ৩২ জন করোনা আক্রান্ত বাগেরহাটে বঙ্গবন্ধু গণপাঠাগার ভবনের উদ্বোধন বাগেরহাটে সেনাবাহিনীর নির্মিত বেড়িবাঁধ হস্তান্তর বাগেরহাটে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: পুলিশের অভিযান শুরুবাগেরহাটেমহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে