সাতক্ষীরার কালিগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম সামছুর রহমান ঢালী (৫০)। তিনি ওই গ্রামের বদরউদ্দিন ঢালী ছেলে।

নিহতের মেয়ে রেহেনা খাতুন জানান, তারা ছয় বোন ও এক ভাই। ভাই মিয়ারাজ ঢালী (২২) এক বছর আগে বজ্রপাতে আহত হলে মানিসক ভারসাম্য হারিয়ে ফেলে। তার বাবা কয়েক মাস আগে একটি গরু কেনেন। ওই গরু সকালে প্রতিবেশীর ক্ষেতের সবজি খায়।

ওই ক্ষেতের মালিক নালিশ জানানোয় বাবা গরুকে মারপিট করে। এ খবর পেয়ে ভাই মিয়ারাজ কৃষ্ণনগর বাজার থেকে বাড়ি এসে মাকে মারপিট করে। বাবা ছুঁটে আসায় তাকেও মারপিট করে ভাই। বাবা দ্রুত চলে যাওয়ার সময় আশরাফুল বাড়ির সামনে যাওয়া মাত্রই ভাই পিছন দিক থেকে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়ে বাবা মারা যান।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী জানান, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে রেহানা খাতুন বাদি হয়ে কলিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।