বিজিবির উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; ‘টেকনাফে ২ বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হোয়াইক্যং উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ২’শ শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান, অপস অফিসার রহুল আসাদ, মেজর রুবায়াত কবির, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার ও সুবেদার মো. শেখ শরিফুল ইসলাম, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাশেম রনি, হোয়াইক্যং ইউপি সদস্য যথাক্রমে আব্দুল বাসেত, জালাল আহমদ, জান্নাতুল ফেরদৌস, শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টেকনাফে ২ বর্ডার গার্ড বাংলাদেশের সিও লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, শীতের শুরু থেকে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজকেও ২ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবি দেশের সীমান্তের অতন্দ্র প্রহরীর, পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও করে যাচ্ছে।