ময়মনসিংহে দেশীয় তৈরি মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এর সামনে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৪.৬২৫ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।
ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ০৬-০২-২০২০ইং তারিখে বেলা ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এরসামনেট্রাফিক মোড়ে দক্ষিণপার্শ্বে ১/এ/১ ষ্টেশন রোড/এবি গুহ রোডএ্যাপেক্স জুতার দোকানের সামনে ফুটপাতের উপর হতে দেশীয় তৈরি ৪.৬২৫ লিটার চোলাই মদ ক্রয়/বিক্রয়ের সময়

১। মোঃ মনির শিকদার (৩৪), পিতা-মৃত, ফরহাদ শিকদার, সাং-সেহড়া ডিবি রোড, ২। হীরা চন্দ্র শীল (৩৫), পিতা-মৃত মঙ্গল চন্দ্র শীল, সাং-বাঁশবাড়ী কলোনী, ৩। মোঃ মাসুদ কোরেশী (২০), পিতা-সদুর উদ্দিন কোরেশী, সাং-নতুন বাজার, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও ০৩টি মোবাইল সেট অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।