তাহিরপুরে রাস্থা সংস্কার কাজে ইউপি চেয়ারম্যান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ; সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজহার আলীর নিজের ব্যক্তিগত তহবিল থেকে কাঁচা রাস্থা সংস্কার কাজ শুরু করেছেন। হাড়-কাঁপানো শীত তোয়াক্ষা না করে শনিবার ৮ ফেব্রুয়ারী ভোর সকাল থেকেই তিনি নিজ দায়িত্বে এলাকার বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া রাস্থা গুলো পুন্য সংস্কার করার উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান। জনসার্থে তিনি ওই এলাকার রাস্থা গুলো সংস্কার করে দিচ্ছেন বড়দল দক্ষিন ইউপি চেয়ারম্যান আজহার আলী। এসময় তিনি স্থানীয় সংবাদকর্মীকে জানান,ওই এলাকার মানুষ আমাকে রাস্থা-সংস্কার কাজ থেকে শুরু করে যে কোন বিষয়ে অভগত করলে আমি যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করব।তিনি আরো বলেন প্রতি বছর বর্ষাতেও আমি ওই এলাকার জনগন চলাচলের সুবিদার্থে সব রকম ব্যাবস্থা করে দিয়ে আসছি জনসম্মুকে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,স্থনীয় কৃষক শুভোল মিয়া,মাহমুদ আলী,আশাকার মিয়া,রুস্তুম আলী,ছুরত জামাল,সাজু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন প্রমুখ। Share this:FacebookX Related posts: তাহিরপুরে যুবগোষ্ঠীকে দেশের উন্নয়নে গড়ে তুলার লক্ষ্যে আলোচনা সভা তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০টি পরিবার তাহিরপুরে নারী নেতৃত্ব হস্থান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক-আব্দুল আহাদ তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ তাহিরপুরে নিম্ন আয়ের ১১ শত পরিবারে খাদ্য সহয়তা মাটিয়ান হাওরে কৃষকের পাকা ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু তাহিরপুরে আশা’র ত্রাণ সামগ্রী বিতরণ তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি চেয়ারম্যানতাহিরপুরেরাস্থা সংস্কার কাজে