বোনের বাড়ি বেড়াতে গিয়ে লাশ হল ভাই বাবলু মন্ডল

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুর উপজেলা সীমান্ত মধ্যবর্তী বলেশ্বর নদীর চরে শনিবার বেলা তিনটার দিকে বাবলু মন্ডল (১৮) এর মৃতদেহ পাওয়া গেছে।
বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে গত তিন দিন ধরে সে নিখোজ ছিল। শনিবার তার লাশ পাওয়া গেল। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের পুত্র বাবলু। সে তিন ভাই-বোনের ভিতর একমাত্র ভাই। এ রিপোর্ট লেখাকালীন পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধালে ব্যস্ত ছিল।

নিহতের ছোট ভগ্নিপতি (দাদাবাবু) দেপাল মজুমদার জানান, গত ৩০ জানুয়ারি সরস্বতী উপলক্ষ্যে বাবলু মন্ডল তার বড় বোনের শ্বশুর বাড়ী নাজিরপুর উপজেলার বানিয়ারী গ্রামে যায়। বানিয়ারী গ্রামের মুকুন্দ মধুর পুত্র মহানন্দ মধু তার ভগ্নিপতি। এ বাড়ীতে অবস্থানকালে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা হতে সে নিখোজ হয়। এ বিষয়ে তারা নাজিরপুর থানায় জিডি করেন। শনিবার বিকেল তিনটার দিকে আত্মীয়স্বজন দল বেধে বলেশ্বর চরে নলবনে বাবলুর লাশ খুঁজে পায়। মৃত দেহের পরনের প্যান্ট জামাকাপড় এলোমেলোভাবে প্রায় উলঙ্গ অবস্থায় ছিল।

চিতলমারী ও নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছেন। তারা জানান, মৃতদেহের ময়না তদন্ত এবং আনুসঙ্গিক বিষয় পর্যালোচনার পর মৃত্যুর কারন নিশ্চিত করা যাবে।