কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-৪

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; কক্সবাজারের চকরিয়ায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫)। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল স্টার লাইন পরিবহনের একটি বাস। ওই সময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতদের চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান।