পঞ্চগড়ে ময়ূর উদ্ধার

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় থেকে একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটিকে ধরে।

এটি ভারত থেকে উড়ে এসেছে বলে মনে করছেন এলাকাবাসী। সন্ধ্যায় পঞ্চগড় বন বিভাগের কাছে ময়ূরটিকে হস্তান্তর করে স্থানীয়রা। পঞ্চগড় বনবিভাগ শুক্রবার ময়ূরটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্দ্যানে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট কেপি আলিম মাদরাসার পুকুর পাড়ে কয়েকটি কুকুর ময়ূরটিকে ধরার চেষ্টা করছিল। ওই ইউনিয়নের চাকলাহাট গ্রামের বাচ্চা মিয়া, আব্দুল মান্নান, কামরুজ্জামান বুলেটসহ স্থানীয়রা কুকুরগুলো কি ধরছে কাছে গিয়ে ময়ুরটিকে দেখতে পান। পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। ধরা পড়া ময়ূরটিকে বাচ্চা মিয়ার বাড়িতে রাখা হয়।

ময়ূর ধরার বিষয়টি স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে অবগত করলে পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ ময়ূরটিকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে আসেন।

পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ময়ূরটি ভারতের কোন বনাঞ্চল থেকে উড়ে আসতে পারে। ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্দ্যানে পাঠানো হয়েছে।