কেন্দুয়ায় সরকারি ধান ক্রয়ে কৃষক নির্বাচনে লটারী

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সরকারি ধান ক্রয়ে কৃষক নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারী অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা খাদ্য কমিটির সভাপতি ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম।

তালিকাভূক্ত কৃষকের নাম্বার টিকিট নিজ হাতে তুলে নিয়ে লটারীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ নূরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শামছুদ্দিন আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, কৃষি বিভাগের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক ও সুধিবৃন্দ।

লটারী শেষে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান, চলতি মৌসুমে প্রতিমন ১ হাজার ৪০ টাকা দরে অভ্যন্তরিন আমন সংগ্রহে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯শ ৭৩ মেট্রিকটন। প্রতি জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিকটন ধান করে প্রথম ধাপে সরকার নির্ধারিত মূল্যে ৯শ ৮ মেট্রিকটন ধান কৃষকের নিকট থেকে ক্রয় করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। এই সময়ের মধ্যেই লটারীতে নির্বাচিত সব কৃষকদেরকে গুদামে ধান সরবরাহ করতে হবে।