তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তির উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেসিস সফট এক্সপো-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চান দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘নতুন সফটওয়্যার তৈরি এবং আইটি খাতের জন্য এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে এবং এর ফলে ঘরে বসেই মানুষ বিভিন্ন পরিষেবা পাচ্ছে। কিন্তু এর অপব্যবহার মানুষকে চিন্তিত করে তুলছে।’ তিনি বলেন, হ্যাকিং, ক্রেডিট কার্ড জালিয়াতি এবং সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে। বিদ্যমান সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভবিষ্যত নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, আইসিটি নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করা গেলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ের গতিশীলতা বাড়বে এবং ব্যবসায়ে ঝুঁকি কমে আসবে। সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতের সংশ্লিষ্টতা এবং অংশীদারিত্ব বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে (পিপিপি) আরও জোরদার করার তাগিদ দেন আবদুল হামিদ। বাংলাদেশের মেধাবী আইটি পেশাদাররা বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের প্রতিভা ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ আইটি পেশাদারদের জন্য জন্য সুযোগ তৈরি করা সম্ভব হলে তারা দেশের বিকাশের জন্য তাদের প্রতিভা ব্যবহার করতে পারবেন।’ উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির বক্তব্য রাখেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি চাকরিতে অষ্টম গ্রেড বা ওপরের পদেও কোটা থাকবে না শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে অপপ্রচার বন্ধে টিভি চ্যানেল মনিটরিংয়ের দায়িত্বে ১৫ কর্মকর্তা মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু ঢাকার পর চট্টগ্রামে, সর্বনিম্ন ময়মনসিংহে শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান রাষ্ট্রপতির ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন SHARES Matched Content জাতীয় বিষয়: অপব্যবহার রোধেতথ্যপ্রযুক্তিপদক্ষেপ গ্রহণের আহ্বানরাষ্ট্রপতির