চট্টগ্রাম সিটি ভোটের তফসিল ১৬ ফেব্রুয়ারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর আজ দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক সংবাদ সম্মলনে জানান, চট্টগ্রাম সিটি নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সম্পন্ন করা হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল নির্বাচন কমিশন। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে। Share this:FacebookX Related posts: ফরিদগঞ্জে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শেলী দাগনভূঁঞা পৌর নির্বাচনে ফারুকের হ্যাটট্রিক জয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নগরপিতা হওয়ার দৌড়ে এগিয়ে রেজাউল করিম চৌধুরী সংবর্ধিত হলেন মেয়র কাদের মির্জা চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম হাতিয়া পৌরসভায় নৌকার প্রার্থী নির্বাচিত রামগতি পৌর নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ১৬ ফেব্রুয়ারিচট্টগ্রাম সিটিভোটের তফসিল