মানিকগঞ্জে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মাটি ব্যবসার জের ধরে মানিকগঞ্জের সিংগাইরে রিপন হোসেন লেবু (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বায়রা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লেবু উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বালু মাটির ব্যবসার সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসা নিয়ে বায়রা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলীর সাথে লেবু গংদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে বায়রা বাজার এলাকায় হায়দার আলী ২০/২৫ জন সমর্থক নিয়ে লেবুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই লাভলু জানান, আমার ছোট ভাই মাটির ব্যবসার সাথে জড়িত ছিল। আমরা আওয়ামী পরিবারে সদস্য। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের বায়রা ইউনিয়নের সাধারন সম্পাদক প্রার্থী ছিল। শীর্ষ সন্ত্রাসী হায়দার বায়রা বাজারে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে লুটপাট করে খাচ্ছিল। আমার ভাই এর প্রতিবাদ করলে তার সাথে শত্রুতা শুরু হয়। এরই জের ধরে সে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুর রহমান বলেন, শীর্ষ সন্ত্রাসী হায়দার আলি জমি দখল, চাঁদাবাজি, মাদকসহ ৮টি মামলার আসামী যা চলমান। কোন মামলায় সে গ্রেপ্তার হয়নি। আমার আওয়ামী পরিবারে সদস্য ব্যবসায়ী লেবুকে জনসন্মুখে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, লেবুর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।