রাষ্ট্রীয়ভাবে পলিথিন ও পানির বোতল নিষিদ্ধ করা প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আধুনিকতার নামে আজ সকল জায়গায় পলিথিন এবং পানির বোতল ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে পলিথিন এবং পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।

শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতিকে বাঁচাতে হলে, পরিবেশকে বাঁচাতে হলে এসব তোমাদেরকেই পরিহার করতে হবে। এবং সাধারণ মানুষ যাতে এগুলো পরিহার করে তার জন্য তোমদেরকেই এই মহান দায়িত্ব পালন করতে হবে।

রাষ্ট্রপতি আজ বুধবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এক সময়ে চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ আজকের সমৃদ্ধ পটুয়াখালী। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েল সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ মুহূর্তে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। কারণ গুণগত শিক্ষাছাড়া শিক্ষ মূল্যহীন। উচ্চ শিক্ষা যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে হবে। আদর্শের প্রতি অবিচল থেকে শিক্ষকদের জ্ঞান বিতরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সুসজ্জিত বিশাল প্যান্ডেলে সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে গ্রাজুয়েটদের সামনে বক্তব্য প্রদান রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. একে আযাদ চৌধুরী।

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.হারুন অর রশীদ। দ্বিতীয় সমাবর্তনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬৩জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হয়।

এর আগে রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে সপরিবারে কুয়াকাটা আসেন। সেখানে সূর্যাস্ত উপভোগের পর রাতে পর্যটন ইয়্যুত কমপ্লেক্স স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বুধবার দুপুর আড়াইটায় তিনি হেলিকপ্টারযোগে পটুয়াখালী পুরাতন বিমানবন্দরে অবতরণ করেন। সড়ক পথে সেখান থেকে পবিপ্রবি ক্যাম্পাসের সমাবর্তনে অংশগ্রহন করেন।

সমাবর্তন অনুষ্ঠানে পটুয়াখালীর সংসদ সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।