পুলিশ কর্মকর্তা ও সচিব পরিচয়ে প্রতারণা, নারীসহ আটক ৬

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া সচিব, পুলিশের ডিআইজি, এসপি, ওসি এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ৬ প্রতারক চক্রকে আটক করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনেয়ার হোসেন বুধবার বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করেন।

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলঅর পূর্ব দলিরাম গ্রামের বসির উদ্দিনের ছেলে নুর আলম ওরফে রিপন (৩৫), দিনাজপুর উপশহর ২ নং ব্লকের অস্থায়ী বাসিন্দা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মাধবপুর গ্রামের সুব্রত বিহারী রায় ওরফে মো. শুভ আহম্মেদের স্ত্রী মোছা. শাকিলার আক্তার বন্যা ওরফে কাজলী ওরফে কাজল (২৫), দিনাজপুর শহরে সুইহারী মহল্লার মনসুর আলীল ছেলে মোঃ শাহিন পারভেজ (৪০), ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার মাধবপুর গ্রামের মৃত বিপিন বিহারী রায়ের ছেলে সুব্রত বিহারী রায় ওরফে মোঃ শুভ আহম্মেদ (৪০), দিনাজপুর শহরের রামনগর মহল­ার মোঃ মালেকের কন্যা রুনা বেগম ওরফে চাঁদনী (২৪) ও একই জেলার পীরজাবাদ সরকার পাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী আনজুমান আকতার ওরফে শিউলী (২৭)।

পুলিশ সুপার মো. আনেয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহনে আরশী আক্তার নামের একজন মহিলাকে রংপুর ডিআইজি অফিসে ভুয়া চাকরির নিয়োগপত্র প্রদান করে। কিন্তু গত মঙ্গলবার রাতে সুইহারীতে প্রতারক শাহিন পারভেজের বাড়িতে আরশী আক্তারকে রংপুর ডিআইজি অফিসে চাকরি না দিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরির ভুয়া নিয়োপত্র প্রদানের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, এই প্রতারক চক্রের সঙ্গে কতিপয় সরকারী কর্মকর্তা জড়িত রয়েছে। তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

ডিবি পুলিশের ওসি মো. গোলাম রসুল বলেন, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।